খেলা বিভাগে ফিরে যান

Asia Cup 2023 শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে ব্যাট করছেন রোহিতরা

September 12, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাকিস্তানকে হারানোর রেশ কাটতে না কাটতে, ১৫ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামল টিম ইন্ডিয়া। এদিন কলম্বোয় এশিয়া কাপের যুগ্ম আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোর রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেমেছে টিম ইন্ডিয়া।

এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পিচে স্পিনাররা সাহায্য পেতে পারেন বলেই ভারত তাদের প্রথম একাদশে একটি বদল করে। শার্দুলকে বসিয়ে টিম ইন্ডিয়া প্রথম একাদশে রেখেছে অক্ষর প্যাটেলকে।

দিনের ম্যাচেও বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। তবে সকাল থেকেই কলম্বোর আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি হয়নি। তবে পরের দিকে বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেই কথা মাথায় রেখেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রোহিত।

শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার হয়ে বোলিং শুরু করেন কাসুন রজিথা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Asian Cup, #India vs Sri Lanka

আরো দেখুন