রাজ্য বিভাগে ফিরে যান

অভিষেককে প্রায় ১০ ঘণ্টা ইডির জেরার সার সংক্ষেপ ‘মাইনাস টু’!

September 13, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢুকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাত পৌনে ন’টার সময় বের হলেন তিনি। বেরিয়ে একবার ফের জানালেন, মেরুদন্ড বিক্রি করব না। পাশাপাশি তিনি বলেন এদিনের এই দীর্ঘ জিজ্ঞাসাবাদের নির্যাস ‘মাইনাস টু’।

অভিষেক সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, বিজেপি তাদের ধূপগুড়ির হারের জ্বালা মেটাতেই তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে। সেই জন্যই অন্য কোনও দিন তাঁকে ডেকে না পাঠিয়ে বেছে বেছে বুধবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকের দিনই ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অভিষেক বললেন, ‘‘কিন্তু এ ভাবে আমাকে ইডি দিয়ে ডেকে পাঠিয়ে ধূপগুড়ি পুনরুদ্ধার হবে না।’’

তাঁর কথায়, “তদন্তকারী অফিসারদের আমি কোনও দোষ দিচ্ছি না। ওঁরা ওঁদের কাজ করছেন। আগের দিন বলেছিলাম, ৮ ঘণ্টা জেরার নির্যাস হল শূন্য। আজ বলছি, ৯ ঘণ্টা জেরার নির্যাস হল মাইনাস টু। এর পরের দিন ডাকলে মাইনাস ফোর হয়ে যাবে।” অভিষেক এও বলেন, ৯ ঘণ্টা কেন ২৪ ঘণ্টা জেরা করলেও আমার কিছু যায় আসে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Enforcement Directorate, #abhsihek banerjee

আরো দেখুন