← রাজ্য বিভাগে ফিরে যান
আজ রাজ্যে ভারী বৃষ্টি হবে? নাকি গরম বাড়বে? রইল UPDATE
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বাংলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সকালে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বেলা বাড়লে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
কলকাতা, হাওড়া এবং হুগলিতে বৃষ্টি হালকা থেকে মাঝারি হওয়ার পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।