দেশ বিভাগে ফিরে যান

পুজোর পর কলকাতায় জনসভা করবে ‘INDIA’

September 15, 2023 | < 1 min read

পুজোর পর কলকাতায় জনসভা করবে ‘INDIA’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার INDIA জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠকটি হয় এনসিপি সুপ্রিমো তথা সমন্বয় কমিটির প্রবীণ সদস্য শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে । বৈঠকে বসেছিল ১৪-সদস্যের কমিটি৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ইডির দপ্তরে হাজিরার জন্য এই বৈঠকে থাকতে পারেন নি। এর আগে তিন-তিনবার আলোচনার টেবিলে বসেছে বিরোধী মহাজোট। এবার আর কেবল ‘রুদ্ধদ্বার’ বৈঠক নয়, জনসভা করে মানুষকে বার্তা দিতে চাইছে ইন্ডিয়া জোট।

অক্টোবরের গোড়া থেকে শুরু হবে একের পর এক যৌথ জনসভা। শুরুটা হতে চলেছে মধ্যপ্রদেশের ভোপাল দিয়ে। তারপর ধীরে ধীরে অন্যান্য রাজ্যের শহরের পালা। সামনে দুর্গাপুজো। তা শেষ হলে বিরোধী মহাজোটের জনসভা হবে কলকাতাতেও।

ইন্ডিয়া জোট সূত্রে জানা গিয়েছে, ভোট যত এগিয়ে আসবে, ততই ঘনঘন সাক্ষাৎ করে বিরোধী দলগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে মহাজোট। আর সেই সব বৈঠকের নির্যাসই তুলে ধরা হবে দেশজুড়ে, জনসভার মাধ্যমে। শুধু মোদী হটানোর পণ কিংবা বিরোধী জোটের শক্তি প্রদর্শনই নয়, বিভিন্ন রাজ্যে সফল সরকার চালানোর কথাও নেতানেত্রীরা তুলে ধরবেন আম জনতার সামনে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #durga Pujo, #durga puja, #Public Meeting, #INDIA alliance, #India

আরো দেখুন