দেশ বিভাগে ফিরে যান

দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিতে ডাহা ফেল মোদী সরকার? কী বলছে সামাজিক ন্যায়বিচার মন্ত্রক?

September 15, 2023 | < 1 min read

দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিতে ডাহা ফেল মোদী সরকার?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিতে ডাহা ফেল মোদী সরকার? সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের তথ্যে উঠে এল চাঞ্চল্যকর ইঙ্গিত। নামেই প্রশিক্ষণ! সাফাই কর্মচারী হোক বা ম্যানুয়াল স্কেভেনজার বা তফসিলি জাতি-উপজাতি; কোনও ক্ষেত্রেই দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের লক্ষ্য পূরণ করতে পারছে না মোদী সরকার। সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের তথ্য বলছে, সাফাই কর্মীদের দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের ক্ষেত্রে দ্বিতীয় মোদী জমানায় দেশের হাল সবচেয়ে খারাপ।

২০২২-২৩ অর্থ বছরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে মন্ত্রক জানিয়েছে, সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের অধীনস্থ তিন নিগমের উপর দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেইমতো লক্ষ্যমাত্রাও তৈরি করা হয়েছিল। তিনটি নিগম হল ন্যাশনাল এসসি ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং ন্যাশনাল সাফাই কর্মচারীস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন।

২২ নভেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি রিপোর্টে দেখা যাচ্ছে, ২০২২-২৩ অর্থ বছরে তিন নিগমের উপর, ৫১ হাজার ৯০০টি দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। যার মধ্যে ৩১ হাজার ২৮০টি ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছিল। যদিও আয়োজন করা গিয়েছে মাত্র ২০ হাজার ২০৭টি। ৬৩ হাজার ৮৬০ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। কিন্তু আদপে কতজন প্রশিক্ষণ পেয়েছে, তা উল্লেখ করা হয়নি। এহেন পরিসংখ্যানে খোদ মোদী সরকারের দক্ষতা নিয়েই প্রশ্ন উঠছে!

TwitterFacebookWhatsAppEmailShare

#Skill development, #Modi regime, #Skills, #bjp, #modi govt

আরো দেখুন