← রাজ্য বিভাগে ফিরে যান
নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি, রইল UPDATE
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপের ফলে ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের হাওড়া, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতায় মেঘলা আকাশ থাকবে সারাদিন ও সকাল থেকেই মাঝারি বৃষ্টি হচ্ছে। দুপুরের পর থেকে এই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিই জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সমুদ্র উত্তাল হওয়ায় মৎস্যজীবীদের উত্তর পশ্চিমবঙ্গোসাগরে বাংলা ওড়িশা উপকূলে আজ যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর।