বাংলায় গড়বেন আরও এক ইস্পাত কারখানা, মাদ্রিদ থেকে ঘোষণা মহারাজের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্পেনে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, উদ্দেশ্যে রাজ্যের জন্য লগ্নি আনা। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও স্পেন সফরে তাঁর সঙ্গে রয়েছেন। স্পেনের মাদ্রিদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করলেন, আগামী কয়েক মাসের মধ্যেই বাংলায় তাঁর দ্বিতীয় ইস্পাত কারখানাটি তৈরি হতে চলেছে।
শোনা যাচ্ছে, পাঁচ-ছ’মাসের মধ্যে মেদিনীপুরে তাঁর দ্বিতীয় ইস্পাত কারখানাটি তৈরি হতে চলেছে। উল্লেখ্য, ২০০৭ সালে সৌরভ প্রথম ইস্পাত কারখানাটি তৈরি করেন দুর্গাপুরে। দ্বিতীয়টি বিহারের পটনায়। ফের কারখানা নিয়ে বাংলায় ফিরছেন বাঙালির দাদা। সৌরভ আরও জানান, সব সময়ই বাংলা ব্যবসার জন্য গোটা বিশ্বকে আমন্ত্রণ জানায়। ক্ষুদ্র, মাঝারি শিল্প, খেলা, সংস্কৃতি, বিনোদন, শিক্ষা, প্রতি ক্ষেত্রেই বাংলার সরকারের বিশেষ নজর রয়েছে। দিনে দিনে উন্নতিও হচ্ছে।