রাজ্য বিভাগে ফিরে যান

সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ‘শিল্পপতি’! জানেন কটা ইস্পাত কারখানা রয়েছে তাঁর?

September 16, 2023 | < 1 min read

জানেন কটা ইস্পাত কারখনা রয়েছে তাঁর?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পেন সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লক্ষ্য নভেম্বরে কলকাতায় যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে, তার জন্য বিদেশি বিনিয়োগ সুনিশ্চিত করা। জন্য পশ্চিমবঙ্গ কতটা শিল্পবান্ধব, মাদ্রিদে স্পেনের বণিকমহলের সামনে তা তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনে মুখ্যমন্ত্রী’র সঙ্গে যোগ দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি পশ্চিম মেদিনীপুরে ইস্পাত কারখানা খোলার কথা ঘোষণা করেন। তিন থেকে সাড়ে তিন হাজার কোটি টাকার বিনিয়োগের কথা বলেন তিনি। সরকারি ছাড়পত্র পেতেই এই ইস্পাত কারখানা নির্মাণের কাজও শুরু হয়ে যাবে।

ভারতীয় ক্রিকেট দলে এখনও অবধি যতজন অধিনায়ক থেকেছেন, সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসাবে বারবার আলোচিত হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়েরও প্রেসিডেন্ট পদে থেকেছেন তিনি। এবার তিনি ‘শিল্পপতি’র ভূমিকায়। পশ্চিম মেদিনীপুরে ইস্পাত কারখানা চালু হয়ে গেলে, এটি হবে এ রাজ্যে সৌরভের দ্বিতীয় ইস্পাত কারখানা এবং তাঁর তৃতীয় ইস্পাত কারখানা। তাঁর প্রথম ইস্পাত কারখানা তৈরি হয় আসানসোলে (২০০৭ সালে)। দ্বিতীয় কারখানাটি তৈরি হয় বিহারের পটনায় এবং তৃতীয়টি তৈরি হবে পশ্চিম মেদিনীপুরে। সৌরভ জানিয়েছেন, সব ঠিকঠাক থাকলে চলতি বছরেই হয়তো চালু হয়ে যাবে তাঁর তৃতীয় ইস্পাত কারখানাটি। ফলে রাজ্যে নতুন করে তৈরি হবে কর্মসংস্থানের সুযোগও।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Sourav Ganguly, #Factories, #Steel plants

আরো দেখুন