Asia Cup ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, কী হবে বাইশ গজে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। ২০১৮ সালে শেষবার এশিয়া কাপেরই ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল ভারত। পাঁচ বছর পর ফের আন্তর্জাতিক ট্রফি জেতার স্বপ্ন দেখছে ভারত। ২০১০ সালের পর ফের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলঙ্কা। সেবার ডাম্বুলায় ভারত ৮১ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা। এশিয়া কাপ ফাইনালে ভারত ও শ্রীলঙ্কার সাক্ষাৎ হচ্ছে ১৩ বছর পরে। ঘরের মাঠে এবার প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় কুশল মেন্ডিসের দল।
বিশেষজ্ঞদের মতে, ভারতের ব্যাটিং বনাম শ্রীলঙ্কার স্পিনের লড়াই হবে। সুপার ফোরে শ্রীলঙ্কার ঘূর্ণি ভারতের ব্যাটিং লাইন-আপে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। রবিবার ফাইনালে স্পিনার মাহিশ থিকসানাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট। তিনি এশিয়া কাপে মোট দশটি উইকেট পেয়েছেন। তাঁকে ছাড়াই নামতে হচ্ছে দলকে। থিকসানার বদলে এসেছেন সাহান আরাচিগে। ফাইনালে শ্রীলঙ্কার স্পিন শক্তিই ভরসা। দলের অধিনায়ক দাসুন শনকা বলেছেন, এবারও চ্যাম্পিয়নের সুযোগ রয়েছে তাঁদের। তবে ভারতীয় দলকে কঠিন বিপক্ষ বলছেন তিনি।
অন্যদিকে, ভারতের শক্তি ব্যাটিং। কোহলি, রোহিত, গিল, রাহুল সকলেই ফর্মে রয়েছে। কুলদীপের স্পিনও রয়েছে। শনিবার ভারতীয় দল দীর্ঘক্ষণ ধরে নিজেদের মধ্যে মিটিং করেছে। প্রথমে টিম মিটিং, তারপর নির্বাচকরা মিটিং করেন। রবিবার ফাইনালের একাদশ কেমন হবে, সে বিষয়ে কোচ রাহুল দ্রাবিড়ের সকলের মত নিয়েছেন। অক্ষর প্যাটেল চোটের জন্য ফিরে এসেছেন দেশে। তবে ভারত সেরা একাদশকে মাঠে নামাবে। খেলা শুরু ভারতীয় সময় দুপুরব তিনটে থেকে।