খেলা বিভাগে ফিরে যান

কেমন ছিল Asia Cup ফাইনালে ভারত-শ্রীলঙ্কার পূর্ববর্তী সাক্ষাৎগুলোর ফলাফল?

September 17, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেমন ছিল Asia Cup ফাইনালে ভারত-শ্রীলঙ্কার পূর্ববর্তী সাক্ষাৎগুলোর ফলাফল:

১৯৮৮ এশিয়া কাপ: এশিয়া কাপের তৃতীয় সংস্করণে, প্রথমবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-শ্রীলঙ্কা। ঢাকায় ৬ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দিলীপ বেঙ্গসরকরের ভারত। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ১৭৬ রানে অল-আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। ৭৬ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচের সেরা হন সিধু।

১৯৯০-৯১ এশিয়া কাপ: এশিয়া কাপে চতুর্থ সংস্করণে ফের ফাইনালে মুখোমুখি হয় ভারত-শ্রীলঙ্কা। ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মহম্মদ আজহারউদ্দিনের টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২০৪ রান তোলে, ভারত রান তাড়া করে জেতে। ৩৯ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছিলেন অধিনায়ক আজহার।

১৯৯৫ এশিয়া কাপ: ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-শ্রীলঙ্কা। আজহারের ভারত শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শ্রীলঙ্কা ৭ উইকেটে ২৩০ রান করে প্রথমে ব্যাট করে। জবাবে ভারত ২ উইকেট খুইয়ে ২৩৩ রান করে। ৯০ রানের অপরাজিত ইনিংস খেলে অধিনায়ক আজহার ম্যাচের সেরা হন।

১৯৯৭ এশিয়া কাপ: ঘরের মাঠে ফাইনাল জেতে শ্রীলঙ্কা। ভারতকে ৮ উইকেটে হারায় রণতুঙ্গার শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেটে ২৩৯ রান তোলে। অধিনায়ক ছিলেন সচিন। রানা তাড়া করতে নেমে শ্রীলঙ্কা মাত্র ২ উইকেট হারিয়ে, প্রয়োজনীয় রান তুলে নেয়।

২০০৪ এশিয়া কাপ: ফাইনালে নিজেদের দেশে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলকে ২৫ রানে হারিয়ে দেয় মার্ভান আতাপাত্তুর শ্রীলঙ্কা।

২০০৮ এশিয়া কাপ: সেবার পাকিস্তানে বসেছিল এশিয়া কাপের আসর। ফাইনালে মহেন্দ্র সিং ধোনির ভারতকে ১০০ রানে হারিয়ে দেয় মাহেলা জয়াবর্ধনের শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ২৭৩ রানে অল-আউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ১৭৩ রানে ভারতের ইনিংস গুটিয়ে যায়।

২০১০ এশিয়া কাপ: এশিয়া কাপের দশম সংস্করণে ফাইনালে শ্রীলঙ্কাকে ৮১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির ভারত। ৬ উইকেটে ২৬৮ রান করে, শ্রীলঙ্কার সামনে ২৬৯ রানের লক্ষ্য রাখে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৮৭ রানে অল-আউট হয়ে যায়। ৬৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন দীনেশ কার্তিক।

আজ ১৩ বছর পরে এবার ফের দুই দল এশিয়া কাপের খেতাবি জয়ের লড়াইয়ে মাঠে নামছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #India vs Sri Lanka, #asia cup

আরো দেখুন