ডায়মন্ড হারবারের কাছে হেরেও লিগের সুপার সিক্সে পৌঁছল মোহনবাগান
September 17, 2023 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা লিগের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে রবিবার নৈহাটি স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসি-র কাছে ০-১ গোলে হেরে গেল মোহনবাগান। যদিও ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে পৌঁছে গিয়েছে মোহনবাগান। উল্লেখ্য, গ্রুপের পয়েন্ট সুপার সিক্সেও যোগ হবে। ম্যাচের একটি মাত্র গোলটি করেন DHFC-র সুপ্রিয় পণ্ডিত।
আক্রমণ- প্রতি আক্রমণের খেলায় কেউই কাউকে ছেড়ে কথা বলেনি। প্রথমার্ধে বাগান আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছিল। ডায়মন্ড হারবারের অয়ন মণ্ডল দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। গোটা দ্বিতীয়ার্ধ মোহনবাগানের সামনে ১০ জনে খেলেছে ডায়মন্ড। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ভাল ফুটবল খেলছিল মোহনবাগান। একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেনি বাগান। ০-১ ফলাফলে এদিন জিতে যায় DHFC।