রাজ্য বিভাগে ফিরে যান

বঙ্গে গেরুয়া সংগঠন বাঁচাতে বাম-কংগ্রেসের কাছে ভিক্ষা শুভেন্দু, সুকান্তদের?

September 18, 2023 | < 1 min read

বঙ্গে গেরুয়া সংগঠন বাঁচাতে বাম-কংগ্রেসের কাছে ভিক্ষা শুভেন্দু, সুকান্তদের?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যত ভোট এগিয়ে আসছে, ততই মজবুত হচ্ছে ইন্ডিয়া জোট। এতেই ঘুম উড়েছে বিজেপির। ভেন্টিলেশনে থাকা, সংগঠন ধরে রাখতে মরিয়া বিজেপি এখন সিপিএম-কংগ্রেসের কাছে ভোট ভিক্ষা করছে। এমনই মত বাংলার শাসক দলের, পাশাপাশি তাদের আবেদন, বাংলার ঐতিহ্য-কৃষ্টি-সংস্কৃতি অক্ষুণ্ণ রাখতে ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে; বাংলার মানুষ যেন তাদের পাশে থাকেন। রাজ্যের শাসক দলের আরও বক্তব্য, বিজেপি এখন দেশের সবচেয়ে বড় বিপদের নাম। বিভাজনের রাজনীতির যোগ্য জবাব দেওয়ার সেরা সময় এটাই।

একুশের বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই ক্রমাগত দুর্বল হচ্ছে বঙ্গ বিজেপি। ধূপগুড়িসহ, পরবর্তী কোনও উপনির্বাচনেই জিততে পারেনি গেরুয়া ব্রিগেড। পঞ্চায়েত ভোটে ২০টি জেলা পরিষদেই হেরেছে বিজেপি। একটি পুরসভাও গেরুয়াদের দখলে নেই। পদ্ম থেকে মুখ ফেরাচ্ছে বাংলা। এই পরিস্থিতিতে কংগ্রেস, তৃণমূল, আপ, সমাজবাদী পার্টিসহ দেশের বিজেপি-বিরোধী দলগুলির জোট ক্রমেই মজবুত হচ্ছে। সামগ্রিক পরিস্থিতি বিজেপি নেতাদের চিন্তা আরও বাড়িয়েছে।

অন্যদিকে, বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কংগ্রেস কর্মীদের সরাসরি বিজেপিতে আসার আহ্বান জানাচ্ছেন। আরেকদিকে, বিধানসভার বিরোধী দলনেতাও সিপিএমের নিচুতলার কর্মীদের আবেদন করেছেন, তাঁরা যেন বিজেপিকে সমর্থন করেন। এতেই বিজেপির রাজনৈতিক দৈন্যতা প্রকাশ্যে চলে এসেছে। কংগ্রেস-সিপিএমের কাছে বিজেপির এই ভোটভিক্ষার পিছনে নির্দিষ্ট কারণ রয়েছে বলে মনে করছে তৃণমূল। রাজ্যের শাসক দলের দাবি, বঙ্গে বিজেপির কোনও সংগঠন নেই। নেতা, কর্মীও নেই। অন্য দল থেকে নেতা আমদানি করে বিজেপি চলছে।সংগঠন টিকিয়ে রাখতে কংগ্রেস-সিপিএমের কাছে বিজেপির কাতর প্রার্থনা বারবার প্রকাশ্যে চলে আসছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Congress, #bjp, #suvendu adhikari, #Cpim, #BJP West Bengal, #Sukanta Majumdar

আরো দেখুন