পৃথিবীর টান কাটিয়ে সূর্যের দিকে আরও এগিয়ে গেল ‘আদিত্য’
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইসরো এক্স হ্যান্ডেলে জানিয়েছে, সোমবার ভারতীয় সময় রাত ২টো নাগাদ আদিত্য-এল১ পঞ্চম কক্ষপথ পরিবর্তন করে পৃথিবীর টানের বাইরে বেরিয়ে গিয়েছে। অর্থাৎ পৃথিবীর সঙ্গে দূরত্ব বাড়িয়ে সূর্যের দিকে এগিয়ে গেল আদিত্য। তবে তার আগেই সূর্য সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্যও পাঠাতে শুরু করেছে আদিত্য।
আদিত্য-এল১ মহাকাশযানটি ল্যাগরেঞ্জ পয়েন্টের দিকে এগিয়ে যাবে। পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত এই পয়েন্টে পৌঁছতে আদিত্যের সময় লাগবে ১১০ দিন। ইসরোর গবেষকদের দাবি, এই এল১ পয়েন্ট মহাকাশের একটি আদর্শ স্থান, যেখান থেকে সূর্যকে ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এই স্থানে মহাকাশযানটির উপর সূর্য ও পৃথিবীর সরাসরি টান পড়বে না। ওই অবস্থান থেকে স্থির হয়ে সূর্যের খবরাখবর পাঠাবে সে।
গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছিল আদিত্য-এল১। তার পর এত দিন পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের অধীনে তার চারপাশেই পাক খাচ্ছিল সৌরযানটি। পৃথিবীর কাছে মোট পাঁচটি কক্ষপথ বদলের পর অবশেষে টান কাটিয়ে বেরোতে পেরেছে সেটি।