বিনোদন বিভাগে ফিরে যান

OTT-তে ২০ মিনিট দীর্ঘতর থেকে Jawan-র সিক্যুয়েল, কী জানালেন অ্যাটলি?

September 19, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করার পর, অ্যাটলি কুমার শাহরুখ খানের জওয়ান দিয়ে বলিউডে পা রেখেছেন। ৭ই সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত Jawan বক্স অফিসে রেকর্ডের পর রেকর্ড ভাঙছে, ১২ দিনে বিশ্বব্যাপী ৮৮৩.৬৮ কোটি টাকারও বেশি আয় করেছে।

বিখ্যাত পরিচালক Atlee জানিয়েছেন যে তিনি Jawan-র একটি সিক্যুয়েল তৈরি করবেন কিন্তু কবে থেকে কাজ শুরু করবেন সেটা জানাননি।

অ্যাটলি কুমার আরও জানিয়েছেন Vikram Rathore চরিত্র নিয়ে স্পিন অফ তৈরি করতে চান। তিনি তাঁর বাবা কে হিরো মানেন তাই Vikram Rathore চরিত্রটি খুবই জোরদার হয়েছে তাঁর অন্য সিনেমার মতো। অ্যাটলির ইচ্ছে সিক্যুয়েলে Vikram Rathore চরিত্রকে আরও গুরুত্ব দেওয়ার।

অ্যাটলি জানালেন ওটিটিতে ২০ মিনিট দীর্ঘতর হবে শাহরুখ খানের Jawan। অর্থাৎ, OTT-তে রান টাইম হতে চলেছে ৩:০৫:০০। তিনি এবং তাঁর টিম ‘ডিরেক্টর্স কাট’ তৈরি করতে ব্যস্ত এবং এই কারণে কেউই ছুটি কাটাচ্ছেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Red Chillies Entertainment, #Atlee, #Shahrukh Khan, #OTT, #Jawan, #Gauri Khan

আরো দেখুন