ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ? গণেশ চতুর্থীতেও বৃষ্টিতে ভিজবে বঙ্গ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ মঙ্গলবার গণেশ চতুর্থীতেও আকাশের মুখ ভার। কিছুটা রোদের দেখা মিললেও দিনভর আকাশ মূলত মেঘলা থাকবে। বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা সহ বাংলার বেশকিছু জেলা, এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা আগামী ৪৮ ঘণ্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। দুই নিম্নচাপের জোড়া ফলায় আজ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বুধবারের পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় বুধবার বৃষ্টি হতে পারে। আজ কলকাতায় তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। টানা ৩ দিন বৃষ্টি চলতে পারে। আগমী ৩ দিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে, ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও কমবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা।