খেলা বিভাগে ফিরে যান

সুনীলের গোলে জয় পেয়ে এশিয়ান গেমসে নক আউটের দৌড় জারি রাখল ভারত

September 21, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এশিয়ান গেমস ফুটবলে অবশেষে জয় পেল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ১-০ গোলে জিতল টিম ইন্ডিয়া। ম্যাচের শুরু থেকেই ভারত দাপট দেখাচ্ছিল। যদিও গোল আসেনি সহজে। ম্যাচের প্রায় শেষ লগ্নে ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সুনীল ছেত্রী। ১-০ গোলেই আসে জয় ভারতের।

জয়ের ফলে এশিয়ান গেমসের নক-আউটে যাওয়ার আসা জিইয়ে ভারত সুনীলরা। এই মুহূর্তে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। গ্ৰুপ পর্যায়ের শেষ ম্যাচে মায়ানমারের বিরুদ্ধে নামবে ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Bangladesh, #Sunil Chhetri, #India vs Bangladesh, #asian games 2023

আরো দেখুন