কলকাতা বিভাগে ফিরে যান

পুজোর বাজারের ভিড় সামাল দিতে অতিরিক্ত মেট্রো চলানোর সিদ্ধান্ত

September 21, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাতে আর বেশি সময় নেই! পুজো এসে গেৱ যে। আর তাই তরিঘরি পুজোর শপিং সেরে ফেলতে চাইছেন সকলে। শুধু কলকাতা নয়, সংলগ্ন জেলাগুলি থেকেও শপিং করতে শহরে ভিড় করছেন বহু মানুষ। এই ভিড় আগামী কয়েক সপ্তাহে আ‍রও বাড়বে। ফলে স্বাভাবিকভাবেই বাসে-ট্রামে ভিড় বাড়ছে। ফলে সেই কথা মাথায় রেখে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, পুজোর আগে কেনাকাটার ভিড় সামাল দিতে শনি এবং রবিবার ছুটির দিনেও চলবে অতিরিক্ত মেট্রো।

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রতি শনি ও রবিবার উত্তর-দক্ষিণ শাখায় পাওয়া যাবে বিশেষ পরিষেবা। প্রতি শনিবার আপ ও ডাউন লাইনে ১৪৪টি করে মোট ২৮৮টি মেট্রো চলবে। রবিবার আপ ও ডাউনে ৮২টি করে মোট ১৬৪টি পরিষেবা দেওয়া যাবে। প্রথম এবং শেষ মেট্রোর সময় একই থাকছে।

মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন, গত কয়েক বছর ধরে পুজোর আগে থেকেই মেট্রোয় ভিড় বেশি হচ্ছে। সেই সময়েই যদি মেট্রোর সংখ্যা বাড়ানো হয় তাহলে সাধারণ মানুষের খুব সুবিধা হবে। অন্যদিকে বাসের ক্ষেত্রে বিশেষ পরিষেবা দেওয়া দেওয়ার কথা ভেবেছে রাজ্য সরকারও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #kolkata metro, #puja shopping, #Metro Railway

আরো দেখুন