#EXCLUSIVE বাংলার স্কুলে স্কুলে হঠাৎ কেন পাঠানো হচ্ছে যোগীর বই?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার স্কুলে স্কুলে পাঠানো হচ্ছে যোগী আদিত্যনাথের ছবিওলা হিন্দি বই? সমাজ মাধ্যমে এমনই ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে হিন্দি বইটির নাম ‘লোক আরাধনা কি অভিব্যক্তি’ প্রথম এবং দ্বিতীয় খন্ড । নেটিজেনদের দাবি, বাংলার সরকারি স্কুলে যোগী আদিত্যনাথের ছবিওলা এই বই পাঠানো হচ্ছে। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের ঠিকানা থেকে বই পাঠানো হয়েছে। সঙ্গে একটি চিঠিও পাঠানো হয়েছে, যেখানে চিঠিটি লিখেছেন শিশির নামক এক আমলা । চিঠি ও বই, দুটিই হিন্দিতে লেখা। চিঠিতে লেখা আছে উত্তরপ্ৰদেশের বিজেপি সরকারের নানা কর্মকান্ডের কথা। হঠাৎ করে এরাজ্যের বাংলা মিডিয়াম সরকারি স্কুলগুলিতে কেন উত্তরপ্রদেশ থেকে যোগী আদিত্যনাথের কাজের খতিয়ান পাঠানো হচ্ছে তা নিয়ে আশ্চর্য অনেকেই। ওয়াকিবহাল মহলে ভাবা হচ্ছে, এটা ভোটের আগে বিজেপির কোনও চাল। সত্যতা জানতে এ বিষয়ে জনসাধারণ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে দৃষ্টিভঙ্গি।