দেশ বিভাগে ফিরে যান

লোকসভায় অশ্লীল বাক্যবাণ BJP সাংসদের, আদৌ ব্যবস্থা নেবেন স্পিকার? উঠছে প্রশ্ন

September 22, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন বৃহস্পতিবা রাতে দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিদুরি লোকসভায় নিজের বক্তব্য রাখার সময় সহকর্মী এবং আমরোহার বহুজন সমাজবাদী পার্টির সাংসদ কুঁয়র দানিশ আলিকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন।

বিজেপির সাংসদ বিদুরি দানিশ আলিকে উদ্দেশ্য করে বলেন, “মোল্লা আতঙ্কবাদী”, “মোল্লা উগ্রবাদী”, “ভারয়া (দালাল)”, “কাটয়া (সুন্নত) ইত্যাদির মতো অশ্লীল শব্দ।

স্বাভাবিকভাবেই বিজেপির এই সাংসদের এহেন বক্তব্যে প্রতিবাদে নেমেছেন বিরোধীরা। কেন এই সংসদের বিরুদ্ধে স্পিকার ওম বিরলা ব্যবস্থা নিলেন না, তাই নিয়ে উঠেছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Speaker, #bjp, #BJP MP, #Lok Sabha, #Ramesh Bidhuri

আরো দেখুন