খেলা বিভাগে ফিরে যান

অজিদের দুরমুশ করে ৫ উইকেটে জয় দিয়ে সিরিজ শুরু ভারতের

September 22, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঘরের মাঠ মোহালিতে অজিদের পাঁচ উইকেটে হারিয়ে দিল লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত। ভারতের সামনে ২৭৭ রানের লক্ষ্য মাত্রা রেখেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ৮ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ওপেন করতে নেমে ৭৭ বলে ৭১ রানের দুরন্ত ইনিংস খেলেন ঋতুরাজ গায়কোয়াড়। অন্যদিকে গিল করেন ৬৩ বলে ৭৪ রান। অধিনায়ক রাহুলের সংগ্রহ ৫৮ নটআউট। সূর্যকুমার করেছেন ৫০ রান।

এই জয়ে আইসিসির নিয়ম অনুযায়ী, ভারতের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১১৬। উঠে এসেছে এক নম্বরে। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। বাবর আজমদের রেটিং পয়েন্ট ১১৫। তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া (রেটিং পয়েন্ট ১১১)

Live Updates:

  • ৮ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। রহুল করেন ৬৩ বলে ৫৮ রান এবং জাদেজা ৬ বলে ৩ রান করে অপরাজিত থাকেন। ৪৮.৪ ওভারে ভারতের জয়ী স্কোর ২৮১/৫
  • আউট!! ৪৯ বলে ৫০ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হলেন সূর্য। ক্রিজে জাদেজা।
  • ৪৬ ওভার শেষে ভারতের স্কোর ২৬৩/৪
  • ৪৫ ওভারে ভারতের স্কোর ২৪৯/৪। ৬৪ রানের পার্টনারশিপ লোকেশ-সূর্যর
  • ৪১ ওভারের খেলা শেষ। টিম ইন্ডিয়ার সংগ্রহে রয়েছে ৪ উইকেটে ২২৯ রান। 
  • ৩৬ ওভারে ভারতের স্কোর ২০১/৪
  • রান আউট ঈশান
  • ৩২ ওভারে ভারতের স্কোর ১৮৫/৩
  • ২৯.২ ওভারে ভারতের স্কোর ১৭৩/৩
  • ৭৪ রানে আউট শুভমন, ভারত ১৫১/৩
  • আউট শ্রেয়স, ভারতের স্কোর ১৪৮/২
  • আউট রুতুরাজ, ২২ ওভারে ভারত ১৪৪/১
  • ২০ ওভারে ভারত ১২৯/০
  • রুতুরাজের ৫০, ১৭.২ ওভারে ভারত ১১২/০
  • শুভমনের ৫০, ১৪ ওভারে ভারতের স্কোর ৯৫/০
  • ১২.৪ ওভারে ভারতের স্কোর ৮১/০
  • ৮.৪ ওভারে ভারতের স্কোর ৫৩/০
  • ৭ ওভারে ভারতের স্কোর ৪৩/০
  • ৪ ওভারে ভারতের স্কোর ৩১/০
  • ৩ ওভারে ভারতের স্কোর ২০/০
  • ১.৩ ওভারে ভারতের স্কোর ১২/০
  • শামির ৫ উইকেট, ৫০ ওভারে অস্ট্রেলিয়া ২৭৬ রানে অলআউট
  • ৪৩ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ২১৪/৫
  • আউট গ্রিন, ৪০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১৮৭/৫
  • ৩৭ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১৭১/৪
  • ৩৫.৪ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১৬৬/৪
  • ৩৪.৪ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১৬৫/৪
  • আউট Labuschagne, ৩৩ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১৫৭/৪, উইকেট নিলেন অশ্বিন
  • ৩০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১৫১/৩
  • ২৯ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১৪৮/৩
  • ২৭ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১৩৩/৩
  • ২৫ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১২৬/৩
  • আউট স্মিথ, ২১.৪ ওভারে অস্ট্রেলিয়া ১১৩/৩
  • ২০ ওভারে অস্ট্রেলিয়া ১০৭/২
  • আউট ডেভিড ওয়ার্নার, ১৮.২ ওভারে অস্ট্রেলিয়া ৯৮/২
  • ডেভিড ওয়ার্নারের অর্ধশতরান, ১৫.৪ ওভারে অস্ট্রেলিয়া ৮২/১
  • ১৫ ওভারে অস্ট্রেলিয়া ৭৮/১
  • ১৪.১ ওভারে অস্ট্রেলিয়া ৬৮/১
  • ১৩ ওভারে অস্ট্রেলিয়া ৫৮/১
  • ১১ ওভারে অস্ট্রেলিয়া ৪৪/১
  • ৯ ওভারে অস্ট্রেলিয়া ৪০/১
  • ৭ ওভারে অস্ট্রেলিয়া ২৭/১
  • ৩.৩ ওভারে অস্ট্রেলিয়া ৯/১
  • প্রথম ওভারেই আউট মিচেল মার্শ, অস্ট্রেলিয়া ৫/১
TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Cricket, #Australia

আরো দেখুন