ভারতীয় চিকিৎসকরা এবার বিদেশেও চিকিৎসা করতে পারবেন, লাগবে না আলাদা কোনও ডিগ্রি
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ভারতের চিকিৎসকদের জন্য সুখবর। ভারতের ন্যাশনাল মেডিক্যাল কমিশন-কে দশ বছরের জন্য ছাড়পত্র দিল ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশন। এর ফলে দেশের পাশাপাশি বিদেশেও চিকিৎসা করতে পারবেন ভারতীয় ডাক্তাররা। তার জন্য আলাদা কোনও ডিগ্রি লাগবে না।
বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশে স্নাতকোত্তর স্তরে ডাক্তারি পড়ার জন্য এবং প্র্যাকটিস করার জন্য ডব্লুএফএমই-র অনুমোদন লাগে। ডব্লুএফএমই হল এমন একটি আন্তর্জাতিক সংস্থা, যার দায়িত্ব বিশ্বব্যাপী চিকিৎসা শিক্ষার গুণগতমান বাড়ানোর দিকে নজর রাখা।
স্বাস্থ্য মন্ত্রকের তরফে খবর, দেশের ৭০৬টি মেডিক্যাল কলেজ ছাড়পত্র পেয়েছে ডব্লুএফএমই -এর। আগামী দিনে দেশে নতুন কোনও মেডিক্যাল কলেজ হলেও সেগুলিও ছাড়পত্র পাবে আন্তর্জাতিক মেডিক্যাল ফেডারেশনের। এই ছাড়পত্র পাওয়ার ফলে দেশীয় ডাক্তাররা একদিকে যেমন বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন অন্যদিকে, বিদেশ থেকেও অনেক ডাক্তারি পড়তে আসতে পারবেন ভারতে।