রাজ্য বিভাগে ফিরে যান

ধরি মাছ না ছুঁই পানি! ফের ‘Historical Blunder’-র পথে CPIM?

September 23, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত আড়াই-তিন দশকে বামেরা ঐতিহাসিক ভুল আর ভুল সংশোধনের পাকদণ্ডীর মধ্যে ঘোরাফেরা করছে। দেশে বিজেপি বিরোধী জোট তৈরি হয়েছে, এবার সেই বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সমন্বয় কমিটিতে থাকা বা না থাকা নিয়ে এবার দ্বিবিভক্ত বামেরা। বাম ঐক্যে কার্যত ফাটল ধরার উপক্রম। ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির মতো কোনও সাংগঠনিক কাঠামোতে তারা থাকবে না বলে ইতিমধ্যেই সিপিএম পলিটব্যুরো সিদ্ধান্ত নিয়েছে। তাদের বক্তব্য, এ জিনিস জোট-প্রক্রিয়াতেই প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। সিপিআইএমের এহেন সিদ্ধান্তে ক্ষুব্ধ সিপিআই।

মঙ্গলবার দিল্লিতে সিপিআইয়ের দু’দিনের ন্যাশনাল এগজিকিউটিভয়ের বৈঠক শুরু হয়েছে। শোনা যাচ্ছে, বৈঠকেই জানিয়ে দেওয়া হবে; জোটের কো-অর্ডিনেশন কমিটিতে সিপিএমের না থাকার সিদ্ধান্তে সিপিআইয়ের সায় নেই। উল্টে, ইন্ডিয়া জোটের আগামী বৈঠকে সমন্বয় কমিটি আরও সম্প্রসারণের দাবি জানাবে সিপিআই। আরএসপি, ফরওয়ার্ড ব্লকের মতো বাম দলগুলিকেও অন্তর্ভুক্ত করার দাবি করতে পারে সিপিআই। প্রসঙ্গত, সিপিআইয়ের বক্তব্য, সমন্বয় কমিটির সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের বৈঠকে সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছিল। সিপিআইএমও তাতে সায় দিয়ে পরে নাম পাঠানোর কথা বলেছিল। যদিও এখন ভিন্ন মত দেখা যাচ্ছে। আদপে সিপিআইএম এমন ব্যবহার বারবার করে এসেছে, যার জেরে পার্টির কর্মী-সমর্থকরা বিভ্রান্তির মধ্যে পড়েন। এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #INDIA alliance, #India, #opposition, #CPM

আরো দেখুন