খেলা বিভাগে ফিরে যান

ISL-এর উদ্বোধনী ম্যাচে পঞ্জাবকে তিন গোলে হারাল মোহনবাগান

September 23, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে আইএসএল ২০২৩-২৪-র উদ্বোধনী ম্যাচে পঞ্জাব এফসিকে ৩-১ গোলে হারিয়ে দিল জুয়ান ফেরান্ডোর মোহনবাগান।

গত ছ’মাসে মোহনবাগান প্রথমে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) ২০২২-২৩ চ্যাম্পিয়ন হয়। এরপর ডুরান্ড কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন, এবং তারপর এএফসি প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ওড়িশা এফসি-কে হারিয়ে জয় পায়।

এদিন ম্যাচের ১০ মিনিটের মাথায় কামিন্সের গোলে ১-০ এগিয়ে যায় মোহনবাগান। তারপর ৩৫ মিনিটের মাথায় পেত্রাতোসের গোলে ২-০ লিড নেয় মোহনবাগান। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় মেরিনার্সরা।

দ্বিতীয়ার্ধে, ৫৩ মিনিটের মাথায় মোহনবাগান রক্ষণের ভুল গোল পেয়ে যান লুকা। পঞ্জাব ব্যবধান কমিয়ে ১-২ করে ফেলে। এরপর ৬৪ মিনিটের মাথায় পেত্রাতোসের ক্রস থেকে গোল করে মোহনবাগানকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন সুপার সাব মনবীর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Panjab FC, #Mohun Bagan

আরো দেখুন