রাজ্য বিভাগে ফিরে যান

সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার আবহাওয়া? র‌ইল UPDATE

September 23, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ পশ্চিম ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। এর হাওয়া বাংলায় প্রবেশ করছে, ফলে থামছে না বৃষ্টি। দক্ষিণবঙ্গে আরও ৩ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। টানা বৃষ্টিতে অনেকটাই বর্ষার ঘাটতি পূরণ হয়েছে। প্রথম ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ার দু’এক জায়গায়। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলিতে। তবে আগামী ২৪ তারিখের পর থেকে ভারী বৃষ্টি কিছুটা কমতে চলেছে, তবে চলবে বৃষ্টি। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #Rain, #Weather Update, #West Bengal

আরো দেখুন