খেলা বিভাগে ফিরে যান

এশিয়ান গেমস ২০২৩: আজ দিনভর কোন কোন ইভেন্টে নামছে ভারত?

September 24, 2023 | 2 min read

আজ রবিবার একাধিক ইভেন্টে নামতে চলেছেন ভারতের খেলোয়াড়রা। ছবি সৌজন্যে: PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুরু হয়ে গিয়েছে এশিয়ান গেমস, আজ রবিবার একাধিক ইভেন্টে নামতে চলেছেন ভারতের খেলোয়াড়রা।

বক্সিং

মহিলাদের ৫৪ কেজি রাউন্ড অফ ১৬: প্রীতি পাওয়ার (ভারত) বনাম সিলিনা আলহাসনাত (জর্ডন) – ১১:৪৫
মহিলাদের ৫০ কেজি রাউন্ড অফ ৩২: নিখাত জারিন (ভারত) বনাম থি তাম নগুয়েন (ভিয়েতনাম) -১৬:৩০

দাবা

পুরুষদের ব্যক্তিগত রাউন্ড ১ এবং ২ (বিদিত গুজরাঠি এবং অর্জুন এরিগাইসি) – ১২:৩০
মহিলাদের ব্যক্তিগত রাউন্ড ১ এবং ২ (কোনেরু হাম্পি এবং হরিকা দ্রোণাভাল্লি) – ১২:৩০

ফুটবল

মহিলাদের প্রথম রাউন্ড গ্রুপ বি: ভারত বনাম থাইল্যান্ড – ১৩:৩০
পুরুষদের প্রথম রাউন্ড গ্রুপ এ: ভারত বনাম মায়ানমার – ১৭:০০

ফেন্সিং
মহিলাদের ইপি ব্যক্তিগত (এনা অরোরা এবং তনীক্ষা খত্রী) – ১০:০০

হকি

পুরুষদের পুল এ: ভারত বনাম উজবেকিস্তান – ৮:৪৫

মডার্ন পেন্টাথেলন

পুরুষদের দল: মায়াঙ্ক বৈভব চাপেকর – ৩:০০

রাগবি সেভেনস

মহিলাদের পুল এফ: ভারত বনাম হংকং – ১০:০০
মহিলাদের পুল এফ: ভারত বনাম জাপান – ৩:৩৫

রোয়িং

মেডেল ইভেন্ট: মহিলাদের কক্সলেস ফোর ফাইনাল এ ( অস্বথি পিবি, ম্রুনাময়ী নীলেশ এস, থাংজাম প্রিয়া দেবী, রুকমণি) – ৮:২০
মেডেল ইভেন্ট: পুরুষ কক্সলেস পেয়ার ফাইনাল এ (বাবু লাল যাদব, লেখ রাম) – ৮:৪০
মেডেল ইভেন্ট: পুরুষদের কক্সড এইট ফাইনাল এ (চরণজিৎ সিং, ডি ইউ পান্ডে, নরেশ কালওয়ানিয়া, নীরজ, নীতেশ কুমার, আশিস, ভীম সিং, যসবিন্দর সিং, পুনিত কুমার) – ৯:০০

সেইলিং

একাধিক বিভাগে যোগ্যতা অর্জনকারী প্রতিযোগিতা – ৮:৩০

টেনিস

পুরুষদের ডাবলস রাউন্ড ১: ভারত ২ বনাম নেপাল ১ – ৯:৩০
পুরুষদের সিঙ্গেলস রাউন্ড : সুমিত নাগাল বনাম মার্কো হো টিন লিউং – ৯:৩০

টেবিল টেনিস

পুরুষ দলের রাউন্ড অফ ১৬: ভারত বনাম কাজাখস্তান – ৯:৩০

ভলিবল

পুরুষ দল: ভারত বনাম জাপান – ১২:০০

উশু (মার্শেল আর্ট)

পুরুষদের ৫৬ কেজি ১/৮ ফাইনাল: সুনীল সিং মায়াংলাম্বাম বনাম আর্নেল মন্ডল – ১৭:০০

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Asian Games, #asian games 2023

আরো দেখুন