খেলা বিভাগে ফিরে যান

ইন্দোরে ভারত বনাম অস্ট্রেলিয়া, আজ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া রাহুলরা

September 24, 2023 | 2 min read

রবিবার জিতে সিরিজ পকেটে পুরে ফেলার লক্ষ্যে মাঠে নামবেন রাহুলরা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টেস্ট এবং টি-২০-র এখন ওডিআই; তিন ফরম্যাটেই ভারত এখন বিশ্বের এক নম্বর। শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে অজিদের হারানোয় ওয়ান ডে র‌্যাঙ্কিংয়েও শীর্ষে টিম ইন্ডিয়া। রবিবার জিতে সিরিজ পকেটে পুরে ফেলার লক্ষ্যে মাঠে নামবেন রাহুলরা।

আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে শ্রেয়স আয়ার ও রবিচন্দ্রন অশ্বিনের উপর। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখেই দু’জনের দিকে তাকিয়ে ভারতের ক্রিকেটপ্রেমীরা। মোহালিতে শ্রেয়সকে দেখে ম্যাচ ফিট মনে হয়নি। ফিল্ডিংয়ে আগের মতো আগ্রাসন নেই। ক্যাচ ফেলেছেন, বল গলিয়েছেন। আজকের ম্যাচ ভাল পারফরম্যান্স তাঁকে মিডল অর্ডারে পাকা জায়গা করে দিতে পারে। অশ্বিন কেমন বোলিং করেন, সেটাও দেখে নেওয়া হবে। ওয়াশিংটন সুন্দরকেও খেলাতে পারে ভারত। প্রবীণ ও নবীন, দুই অফ স্পিনারকেই দেখে নেওয়া যাবে, তাঁদের জুটিকেও বিশ্বকাপে ব্যবহার করতে পারে টিম ইন্ডিয়া।

প্রথম ম্যাচে ওপেনিং জুটি নির্ণায়ক ভূমিকা নিয়েছিল। ঋতুরাজের সঙ্গে শুভমনের জুটিতে রবিবার পরিবর্তন ঘটতেও পারে। ঈশান কিষানকে ওপেনার হিসেবে দেখে নিতে পারেন দ্রাবিড়। মিডল অর্ডারে তিলক ভার্মাকেও দেখে নিতে পারেন দ্রাবিড়। বোলিং ব্রিগেডেও বদল আসতে পারে। যশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে দলে আসবেন মহম্মদ সিরাজ।

অজিদের একাদশেও বদল আসতে পারে। মহম্মদ সামির সামনে যেভাবে মিচেল মার্শ ও স্টিভ স্মিথ আউট হয়েছেন, সেটাও উদ্বেগের। চোটের জন্য ছিটকে গিয়েছেন ট্রাভিস হেড। বোলিংয়ে ফিরতে পারেন অভিজ্ঞ পেসার যশ হ্যাজলউড। লেগস্পিনার অ্যাডাম জাম্পা মোহালিতে পরপর ঋতুরাজ ও শুভমনকে আউট করেছিলেন। দ্বিতীয় স্পিনার হিসেবে ম্যাথু শর্টের খেলা নিয়ে অবশ্য সংশয় রয়েছে। হোলকার স্টেডিয়াম এমনিতেই ছোট। প্রচুর রান হয় এখানে, ফলে স্পিনারদের পক্ষে এই পিচ কঠিন। খেলা শুরু দুপুর ১-৩০ মিনিটে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #Australia, #Team India, #India v/s Australia, #India

আরো দেখুন