খেলা বিভাগে ফিরে যান

সুযোগ নষ্টের খেসারত, জামশেদপুরের সঙ্গে ড্র করল ইস্টবেঙ্গল

September 25, 2023 | < 1 min read

জামশেদপুরের সঙ্গে ড্র করল ইস্টবেঙ্গল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ISL-এর প্রথম খেলায় জেতা ম্যাচে দু’পয়েন্ট জল ফেলে এল ইস্টবেঙ্গল। গোলশূন্য ড্র হল ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি ম্যাচ। জামশেদপুর এফসির গোলকিপার টিপি রেহনেশ অসাধারণ খেললেও পরপর সুযোগ নষ্ট করেন ইস্টবেঙ্গলের হেভিয়ার সিভেরিও

অন্যদিকে, জামশেদপুরও সুযোগ পেয়েছিল, কিন্তু তা কাজে লাগাতে পারেনি। ম্যাচের বেশিরভাগ সময় প্রাধান্য নিয়ে খেলেও গোল করতে পারল না ইস্টবেঙ্গল। হেভিয়ের সিভেরিও এদিন হ্যাটট্রিক করতে পারতেন। কিন্তু তিনি একের পর এক সুযোগ নষ্ট করলেন। এর ফলে ঘরের মাঠে নতুন মরসুমের প্রথম ম্যাচে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল লাল-হলুদ ব্রিগেডকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jamshedpur FC, #East Bengal, #Football

আরো দেখুন