দেশ বিভাগে ফিরে যান

মুসলিম ছাত্রকে থাপ্পড় মারার ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

September 25, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরপ্রদেশে শিক্ষিকার নির্দেশে সহপাঠিকে মারধর করার ঘটনায় ক্ষোভ প্রকাশ সুপ্রিম কোর্টের। মুজাফ্ফর নগরের একচি স্কুলে কিছুদিন আগে এই ঘটনা ঘটে। সেখানে এক মুসলিম ছাত্রকে থাপ্পড় মারে তার সহপাঠীরা। গোটা ঘটনাটি ঘটে এক শিক্ষিকার নির্দেশে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।

সেই ঘটনার পরে উত্তরপ্রদেশ সরকারের কাছে রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার শুনানিতে কড়া ভাষায় আক্রমণ করেছে যোগী আদিত্যনাথের সরকারকে। শীর্ষ আদালতের তরফে বলা হয়, যেভাবে এই ঘটনা ঘটেছে তারপর রাজ্যের চেতনাকেই ঝাঁকুনি দেওয়া উচিত। যে স্কুলে ধর্মের কারণে পড়ুয়াকে হেনস্তা করা হয় সেখানে শিক্ষা দেওয়া একেবারেই সম্ভব নয়। ঘটনার তদন্তের পাশাপাশি নিগৃহীত পড়ুয়াকে যথাযথ কাউন্সেলিং করানোর নির্দেশ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#supreme court, #Up police, #Muzaffarnagar Student Slapping Case, #Uttar Pradesh

আরো দেখুন