নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এশিয়া গেমসের প্রথম দুই দিনে এখনও পর্যন্ত ১১টি পদক জিতেছিল ভারত। মঙ্গলবার সকালে তৃতীয় দিনে সেইলর নেহা ঠাকুরের হাত ধরে ভারতের ঝুলিতে এল আরও একটি পদক।
নেহা মেয়েদের ডিঙ্গি ইভেন্টে রুপো জিতলেন। ফলে এশিয়ান গেমসে চতুর্থ রুপো এল ভারতে। এখনও পর্যন্ত ১২টি পদক জয় নিশ্চিত করেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। রোয়িংয়ের পর এ বার সেইলিংয়ে রুপো জিতল ভারত। এর আগে শুটিং এবং রোয়িংয়ে রুপো জিতেছিল ভারত।
এবার @MamataOfficial-র চালু করা এরাজ্যের অতি জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ধাঁচে পাঞ্জাবে তা চালু করার সিদ্ধান্ত নিলেন আপ সরকারের মুখ্যমন্ত্রী @BhagwantMann