খেলা বিভাগে ফিরে যান

Asian Games 2023: আজ ৩য় দিনে কেমন ফল করলেন ভারতীয়রা?

September 26, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চীনের মাটিতে ভারতের সোনালি সফর অব্যহত। ১৯তম এশিয়ান গেমসে বাংলার মেয়ে মেহুলির হাত ধরে প্রথম পদক এসেছে ভারতের। এরপর আজ অশ্বারোহণের দলগত ড্রেসেজ বিভাগে সোনা জিতল ভারত। এটা চলতি এশিয়াডে ভারতের তৃতীয় সোনা। আজ ভারতকে রুপো এনে দিলেন নেহা ঠাকুর। এ বারের এশিয়ান গেমসে সেইলিংয়ে এটি ভারতের প্রথম পদক।

এশিয়ান গেমসের ৩য় দিনে ভারতের পদক সংখ্যা:

সোনা:
রূপো:
ব্রোঞ্জ:

আজ এখন পর্যন্ত কোন খেলায় কেমন করল ভারত:

স্বর্ণপদক: অশ্বারোহী (ড্রেসেজ টিম ইভেন্ট)
রৌপ্য পদক: মেয়েদের ডিঙ্গি ICLA4-এ নেহা ঠাকুর (সেলিং)
ব্রোঞ্জ মেডেল: পুরুষদের উইন্ডসার্ফারে এবাদ আলী (সেলিং) RS:X

পুরুষ হকি:

  • পুল এ ম্যাচে ভারত ১৬-১ গোলে সিঙ্গাপুরকে হারিয়েছে

বক্সিং:

  • ইন্দোনেশিয়ার আসির উদ্দিনের বিরুদ্ধে ৫-০ করে রাউন্ড অফ ১৬-এ প্রবেশ করেছে শচীন সিওয়াচ

শ্যুটিং:

  • মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে প্রিসিশন পর্যায়ের শেষে মনু ভাকের (১ম), এশা সিং (৩য়), রিদম সাংওয়ান (১১তম)।

টেনিস:

  • রাউন্ড ৩-এ অঙ্কিতা রায়না জিতেছে, রুতুজা ভোসলে হেরেছে। মিক্সড ডাবলস রাউন্ড 2 ম্যাচে জয়ী ইউকি ভামব্রি এবং অঙ্কিতা রায়না।

সাঁতার:

  • শিবাঙ্গী শর্মা মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইল যোগ্যতায় ১৭ তম স্থান অর্জন করেছেন; ফাইনালে উঠতে ব্যর্থ হয়।

শ্যুটিং:

দিব্যাংশ সিং পানওয়ার/রমিতা ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদকের ম্যাচে কোরিয়ার কাছে হেরেছে।

ফেন্সিং:

  • ভবানী দেবী কোয়ার্টার ফাইনালে চীনের শাও ইউকির কাছে ৭-১৫ হারে।

ভলিবল:

  • ভারত পুরুষ দল পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরে ষষ্ঠ স্থানে রয়েছে।
TwitterFacebookWhatsAppEmailShare

#gold, #Team India, #Asian Games, #asian games 2023, #Day 3

আরো দেখুন