খেলা বিভাগে ফিরে যান

কলকাতা লিগ: জোড়া হ্যাট্রিকসহ খিদিরপুরকে দশ গোল লাল-হলুদের

September 26, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোটা মরশুমজুড়ে কলকাতা লিগে দূরন্ত ফর্মে ইস্টবেঙ্গল। লিগের সুপার সিক্সে মঙ্গলবার খিদিরপুরকে লাল-হলুদ শিবির হারাল ১০-১ গোলে। প্রথমার্ধেই ইস্টবেঙ্গলের হয়ে জোড়া হ্যাটট্রিক করেন পি ভি বিষ্ণু এবং মহিতোষ। খিদিরপুরকে কার্যত উড়িয়ে দিয়ে এখন পয়েন্ট টেবিলে দুই নম্বরে লাল-হলুদ ব্রিগেড।

ম্যাচের মাত্র ৫ মিনিটে প্রথম গোল পায় লাল-হলুদ শিবির। দ্বিতীয় গোলটি আসে ২০ মিনিটে। দুই গোলই আসে বিষ্ণুর পা থেকে। ম্যাচের ৩৬ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। ইস্টবেঙ্গলের মহিতোষ ম্যাচের দ্বিতীয় হ্যাট্রিকটি করেন। এই প্রথম কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দুই ফুটবলার একই অর্ধে হ্যাটট্রিক করলেন। ৪৩ মিনিটে একটি গোল শোধ করে খিদিরপুর।

লাল-হলুদ দ্বিতীয়ার্ধে আরও চারটি গোল করে। দুটি গোল করেন সুহের, একটি গোল করেন জেসিন টিকে, একটি গোল করেন বিষ্ণু। সব মিলিয়ে চারটে গোল করলেন বিষ্ণু। ১০-১ গোলে জেতে ইস্টবেঙ্গল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Calcutta Football League, #PV Vishnu, #East Bengal, #Football

আরো দেখুন