← রাজ্য বিভাগে ফিরে যান
কেমন থাকবে আজকের আবহাওয়া?রইল UPDATE
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কম থাকবে। ২৭ ও ২৮ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে না বলে জানাল আবহাওয়া দপ্তর। ২৯ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
শুক্রবার থেকে আবার ভারী বৃষ্টির দেখা পাবে কলকাতা। ৩০ তারিখ অর্থাৎ শনিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গে আগামী ৪-৫ দিন বৃষ্টিপাতের কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি।