← খেলা বিভাগে ফিরে যান
Asian Games 2023: চতুর্থ দিনে কী কী ইভেন্টে নামছে ভারত?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জমে উঠেছে হাংঝু এশিয়ান গেমস-র আসর। আজ, চতুর্থ দিনে কোন কোন ইভেন্টে কখন কখন নামছে ভারত?
ফেন্সিং:
- ভারত বনাম জর্ডন, (মহিলাদ দল)- ১০:৩০
সাঁতার:
- পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইল (হিট): শ্রীহরি নটরাজ, তানিশ ম্যাথিউ – ০৮:১২
- মহিলাদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক (হিট): লিনেশা – ০৮:৩৪
স্কোয়াশ:
- ভারত বনাম ম্যাকাও (মহিলাদের পুল বি ম্যাচ) – ১৪:০০
- ভারত বনাম পাকিস্তান (পুরুষদের পুল এ ম্যাচ) – ১৬:৩০
সেইলিং:
- মহিলাদের একক ডিঙি (মেডেল রেস) : নেত্রা কুমানন – ০৮:৩০
- পুরুষদের উইন্ডসার্ফিং : জেরোম কুমার সাভারিমুথু – ০৮:৩০
- পুরুষদের ডিঙি (মেডেল রেস) : বিষ্ণু সর্বানন – ০৯:৩০
- পুরুষদের ফর্মুলা কাইট : চিত্রেশ তাথা – ০৯:৩০
হকি:
- ভারত বনাম সিঙ্গাপুর (মহিলাদের পুল এ ম্যাচ) – ১০:১৫
ই-স্পোর্টস:
- লিগ অফ লিজেন্ডস – ভারত বনাম ভিয়েতনাম (কোয়ার্টার ফাইনাল) – ১১:৩০
3×3 বাস্কেটবল:
- ভারত বনাম ম্যাকাও (পুরুষদের পুল সি ম্যাচ) – ১২:১০
- ভারত বনাম চীন (মহিলাদের পুল এ ম্যাচ) – ১৬:৫৫
দাবা:
- অর্জুন এরিগাসি, বিদিথ গুজরাথি, কোনেরু হাম্পি, দ্রোনাভাল্লি পুরুষ ও মহিলাদের ব্যক্তিগত রাউন্ড ৮ এবং ৯ – ১২:৩০ এবং ১৪:৩০
বক্সিং:
শিব থাপা, পুরুষদের ৬৩.৫ কেজি রাউন্ড অফ ১৬
সঞ্জিত, পুরুষদের ৯৫ কেজি রাউন্ড অফ ১৬
টেবিল টেনিস:
- মানব ঠক্কর ও মানুষ শাহ বনাম নাপাট থানমাথিকোম ও সিতিসাক নুচচার্ট (থাইল্যান্ড)
- (পুরুষদের ডাবলস রাউন্ড অফ ৬৪) – ১৩:৩০
- সাথিয়ান জ্ঞানসেকরন ও মানিকা বাত্রা বনাম নাপাট থানমাথিকোম ও সুথাসিনি সাওয়েত্তাবত (থাইল্যান্ড) – ১৫:৫০
- (মিক্সড ডাবলস রাউন্ড অফ ৩২)
- হরমিত দেশাই ও শ্রীজা আকুলা বনাম চেং চি চেওং ও লি হুই স্মাক (ম্যাকাও) – ১৬:২৫
- (মিক্সড ডাবলস রাউন্ড অফ ৩২)
হ্যান্ডবল:
- ভারত বনাম হংকং (মহিলাদের গ্রুপ বি ম্যাচ) – ১৬:৩০
উশু:
- মহিলাদের ৬০ কেজি সেমিফাইনাল: রোশিবিনা দেবী নওরেম – ১৭:০০
- পুরুষদের ৬০ কেজি সেমিফাইনাল: সূর্য ভানু প্রতাপ সিং (কোয়ালিফাই করলে) – ১৭:০০
- পুরুষদের ৭০ কেজি সেমিফাইনাল: সুরজ যাদব (কোয়ালিফাই করলে) – ১৭:০০
বাস্কেটবল:
- ভারত বনাম ইন্দোনেশিয়া (মহিলাদের গ্রুপ এ ম্যাচ) – ১৭:৩০