একান্ন হাজারে রাজ্যের মাত্র ২৩৫! মোদীর রোজগার মেলাতেও বঞ্চিত বাংলা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঢাকঢোল পিটিয়ে চাকরি দেয় মোদী সরকার, রীতিমতো অনুষ্ঠান করে হাতে তুলে দেওয়া সরকারি চাকরির নিয়োগপত্র। চাকরি দেওয়ার অনুষ্ঠানের নাম রাখা হয়েছে রোজগার মেলা। মঙ্গলবার দেশের ৪৬টি শহরে আয়োজন করা হয়েছিল রোজগার মেলা, মোট ৫১ হাজার জনের হাতে প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা নানা দপ্তরে চাকরির নিয়োগপত্র তুলে দেন। সেখানেও বঞ্চিত বাংলা? সেই তালিকায় বাংলা থেকে মাত্র ২৩৫ জন ঠাঁই পেয়েছেন। তাঁদের মধ্যে ১২০ জনই ডাক বিভাগে চাকরি পেয়েছেন। কলকাতায় ডাক বিভাগই রোজগার মেলার আয়োজন করেছিল।
মঙ্গলবারও রোজগার মেলায় নিজের ঢাক পিটিয়েছেন মোদী। মহিলা সংরক্ষণ বিল পাশ থেকে সরকারি প্রকল্পে প্রযুক্তির ব্যবহার; সবক্ষেত্রেই কৃতিত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী কয়েক বছরে তাঁর নেতৃত্বে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে, সে দাবিও করতে ভোলেননি মোদী।
ডাক বিভাগের পাশাপাশি রোজগার মেলায় অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, অ্যাটমিক এনার্জি, রাজস্ব, উচ্চ শিক্ষা, প্রতিরক্ষা, স্বাস্থ্য ইত্যাদি দপ্তরে চাকরি দেওয়া হয়েছে। কর্মযোগী পোর্টালের অন্তর্ভুক্ত কর্মযোগী প্রারম্ভ মডিউল থেকে নিয়োগপত্র প্রাপকরা প্রক্ষিক্ষণ নিতে পারবেন। তাঁদের জন্য ৬৮০টি ই-লার্নিং কোর্স থাকছে।