রাজ্য বিভাগে ফিরে যান

স্পিকারকে এড়িয়ে ধূপগুড়ির বিধায়কের শপথ? রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত কি বাড়ছে?

September 27, 2023 | < 1 min read

রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত কি বাড়ছে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ধূপগুড়ির উপনির্বাচনে নবনির্বাচিত বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথ গ্রহণ নিয়ে জটিলতা বেড়েই চলছে। রাজ্য-রাজভবন সংঘাত তীব্র হচ্ছে নির্মলবাবুর শপথ গ্রহণ নিয়ে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস জানিয়েছিলেন, নির্মলবাবুকে তিনি নিজেই শপথবাক্য পাঠ করাবেন এবং সেটা হবে রাজভবনে। এ কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল।

মঙ্গলবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই চিঠির বিষয়টি সামনে আনেন । তবে তাঁরা যে রাজ্যপালের সঙ্গে কোনওভাবেই সহমত নন, সেকথা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন স্পিকার। জানানো হয় রাজভবনকে পাল্টা চিঠি দিয়ে বলা হয়েছে, নির্মলবাবুকে শপথবাক্য পাঠ করাতে গেলে রাজ্যপালকে তা করতে হবে বিধানসভায় এসেই।

স্পিকারের সঙ্গে সংঘাতের আবহে এবার নির্মলচন্দ্র রায়কে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্বাভাবিকভাবেই অধ্যক্ষকে এড়িয়ে ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠের দায়িত্ব দেওয়ায় সংঘাতের সম্ভাবনা বাড়বে বই কমবে না বলে মনে করা হচ্ছে ওয়াকিবহাল মহলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dr CV Ananda Bose, #Dhupguri by-election, #Speaker, #MLA, #Biman Bandyopadhyay, #Oath Taking Ceremony

আরো দেখুন