খেলা বিভাগে ফিরে যান

IND Vs AUS: সিরিজের শেষ ম্যাচ জিতে অজিদের ‘ওয়াইট ওয়াশ’ করবে রাহুলরা?

September 27, 2023 | < 1 min read

সিরিজের শেষ ম্যাচ জিতে অজিদের ‘ওয়াইট ওয়াশ’ করবে রাহুলরা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিরিজের প্রথম দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতে বুধবার তৃতীয় তথা সিরিজের অন্তিম ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। ওয়ার্ল্ড কাপের আগে শেষ ম্যাচ জিততে মরিয়া অস্ট্রেলিয়া। অন্যদিকে, ভারত নামবে চলতি সিরিজে অজিদের ‘ওয়াইট ওয়াশ’ করার লক্ষ্যে। বুধবারের ম্যাচেই খাতায় কলমে পরীক্ষা হবে দুই শিবিরের।

চলতি সিরিজে ভারত এক ঝাঁক তারকা ক্রিকেটাদের বিশ্রাম দিয়েছে। তার বদলে টিমে যাঁরা জায়গা পেয়েছেন তাঁরাও সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়েননি। বিশ্বকাপের একাদশে বল হাতে আশ্বিনকে দেখা যেতে পারে, গত ম্যাচ তাঁর বোলিং এমনই দাবি তুলছে। অক্ষর প্যাটেল আসতে পারেন দলে। যদিও তা নির্ভর করছে ফিটনেসের উপর। আজ হয়ত শুভমন গিল বিশ্রাম পেতে পারেন, তাঁর জায়গায় ঈশান কিষন ওপেন করতে পারে। হার্দিক পান্ডিয়া, মহম্মদ সামিকেও বিশ্রাম দেওয়া হতে পারে।

অন্যদিকে, পুরো শক্তি নিয়ে নামতে চলেছে অস্ট্রেলিয়া। ফের প্যাট কামিংসই হয়ত আজ অধিনায়কত্ব সামলাবেন। আজকের ম্যাচে ‘কামব্যাক’ করতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল এবং মিচেল স্টার্ক। চলতি মাসে দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং ভারতের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে তাঁরা খেলেন, ফলে আজ তাঁদের বাইশ গজে দেখা পাওয়া যেতে পারে। এখন দেখার অজিরা সিরিজের শেষ ম্যাচে জয় পায় নাকি ৩-০ সিরিজ শেষ করে ভারত? খেলা শুরু দুপুর দেড়টা থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Australia, #Final one day, #India, #Cricket

আরো দেখুন