Emmy Awards 2023-এ মনোনয়ন পেলেন শেফালি শাহ
September 27, 2023 | < 1 min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নেটফ্লিক্স সিরিজ “দিল্লি ক্রাইম সিজন ২”-এ ডিসিপি বর্তিকা চতুর্বেদীর অভিনয়ের জন্য অভিনেত্রী বিভাগে সেরা পারফরম্যান্সে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক Emmy Awards 2023-এ মনোনয়ন পেয়েছেন অভিনেতা শেফালি শাহ৷
তনুজ চোপড়া দ্বারা পরিচালিত, এই শো-তে ডিসিপি বর্তিকা চতুর্বেদী হিসেবে শেফালি মূল চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর সঙ্গে রাজেশ তৈলং এবং রসিকা দুগ্গালও প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বড়দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেন্টিগ্রেড।
#Christmas #Christmas2024 #HottestChristmas #Kolkata #Drishtibhongi
সান্তাক্লজের লাল টুপি মাথায় দিনভর ঘুরল মানুষজন।
#MerryChristmas #MerryChristmas2024 #Churches #Hooghly #Howrah #SantaClaus #Crowd #Drishtibhongi
উত্তরপ্রদেশের যোগী সরকার পর্যন্ত কেন্দ্রের কাছে সাফাই চেয়ে বলেছে যে, গোটা বিষয়টি নিয়ে বিভ্রান্তি হচ্ছে, স্পষ্ট করে দেওয়া হোক।
#GST #GSTCouncil #PopcornTax #Popcorn #NirmalaSitharaman #Controversy #Drishtibhongi