রাজ্য বিভাগে ফিরে যান

এখনও প্রাণ কাড়ে জলাতঙ্ক? জানেন বছরে ‘হাইড্রোফোবিয়া’-র মৃতের সংখ্যা কত?

September 27, 2023 | < 1 min read

জানেন বছরে ‘হাইড্রোফোবিয়া’-র মৃতের সংখ্যা কত?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোটা দেশে এক বছরে জলাতঙ্কে প্রাণ হারান ২১ হাজার মানুষ! সংখ্যাটা চমকে যাওয়ার মতোই। অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অব র‌্যাবিস ইন ইন্ডিয়া তরফে এমনই খবর জানা গিয়েছে। এই রোগের একমাত্র চিকিৎসা হল টিকাকরণ। আজও ভাইরাসঘটিত রোগে কষ্ট পেয়ে মারা যাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ। জল দেখলেই আতঙ্ক, সামান্য বাতাসেও অসহ্য হয়ে আক্রান্তরা, কখনও ঝিঁমুনি আসে, কখনও খুব উত্তেজিত হয়ে যান রোগী, সঙ্গে জ্বর, শ্বাসকষ্টর মতো উপসর্গও থাকে। উপসর্গ প্রকট হওয়ার এক মাসের মধ্যেই রোগীর মৃত্যু হয়।জলাতঙ্কতে মৃত্যুহার ১০০ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও তিন থেকে ছয় লক্ষ পথকুকুর আছে। জলাতঙ্কে সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটে দিল্লি, কর্ণাটক এবং বাংলায়। ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হবে বিশ্ব জলাতঙ্ক দিবস। এবারের থিম ‘অল ফর ওয়ান, ওয়ান হেলথ ফর অল’। তারই প্রাক্কালে উঠে আসছে র‌্যাবডো ভাইরাস সংক্রমণের কারণে হওয়া এই রোগ সম্পর্কিত নানা তথ্য। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জলাতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে। তাদের মধ্যে সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটে ভারতে।

কুকুর ছাড়াও বিড়ালের কামড় থেকেও জলাতঙ্ক হওয়ার আশঙ্কা থাকে। চিকিৎসকরা জানাচ্ছেন, কামড়, ক্ষতস্থান থেকে রক্ত বেরনো, প্রাণীর কামড়ে একাধিক ক্ষতস্থান তৈরি হওয়া প্রভৃতি ঘটনায় জলাতঙ্কের টিকা দেওয়ার আগে সাবান দিয়ে ১৫ মিনিট ক্ষতস্থান ধুতে হবে। নিতে হবে জলাতঙ্কের টিকা। কুকুরের কামড়ের পর একেবারেই সময় নষ্ট নয়, যত দ্রুত সম্ভব অ্যান্টি র‌্যাবিস টিকা নিতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#dog, #Hydrophobia, #Jalatanko, #Rabbies

আরো দেখুন