দেশ বিভাগে ফিরে যান

আবারও অশান্তি মণিপুরে, পুলিশের লাঠিচার্জ, ফের বন্ধ ইন্টারনেট

September 27, 2023 | < 1 min read

আবারও অশান্তি মণিপুরে, পুলিশের লাঠিচার্জ, ফের বন্ধ ইন্টারনেট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জুলাই মাস থেকে নিখোঁজ ছিল দুই মেইতেই পড়ুয়া হিজাম লিনথোয়িংগাম্বি (২০) ও ফিজাম হেমজিতের (১৭)। মণিপুরের জঙ্গলে তাঁদের মৃতদেহ পড়ে থাকার ছবি ভাইরাল হয়েছিল। ছবিতে পড়ুয়াদের পিছনে অস্ত্রধারী দুই ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।

এই ঘটনার পরে ফের উত্তপ্ত হয় মণিপুর। মণিপুরের একাধিক জায়গায় নতুন করে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিস লাঠিচার্জ করেও ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল। যার ফলে জখম হয় ৪৫ জন পড়ুয়া। পড়ুয়াদের লাঠি পেটাও করা হয়। জখম পড়ুয়াদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অশান্তির জেরে ১ অক্টোবর সন্ধ্যে ৭টা ৪৫ পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে মণিপুরে। শুক্রবার পর্যন্ত সমস্ত স্কুলও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার গভীর রাতে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে এক বিবৃতি জারি করে এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Protest, #students, #Manipur, #lathicharge, #Internet Shutdown, #manipur unrest

আরো দেখুন