রাজা রামমোহন রায়কে ঠুকে ছড়া বেঁধেছিল সেকালের কলকাতা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:
‘সুরাইমেলের কুল
বেটার বাড়ি খানাকুল
বেটা সর্বনাশের মূল
ওঁ তৎসৎ বলে বেটা বানিয়েছে স্কুল
ও সে জেতের দফা করলে রফা
মজালে তিনকুল’
এ ছড়া রাজা রামমোহন রায়কে ঠুকে তৈরি করা হয়েছিল। তাঁর দোষের অন্ত নেই, পাতার পর পাতা প্রবন্ধ লিখবেন, আন্দোলন গড়বেন, আইন তৈরি করবেন; বর্বর নিয়ম থেকে সমাজকে বাঁচাবেন, আর দোষী হবেন না! মেয়েদের শিক্ষা, সতীদাহ প্রথা রদ, এইসব করেছিলেন বলেই সমাজপতিদের কাছে তিনি অপরাধী। জাতের দফা রফা করেছেন তাই ব্রাহ্মণরা বেজায় চোটে এই ছড়ার জন্ম দিয়েছেন।
চিৎপুর রোডে ছিল ফিরিঙ্গি কমলবসুর বাড়ি। সেখানেই রামমোহন প্রতিষ্ঠা করেছিলেন ব্রহ্ম সমাজের অফিস। মাসিক ৪০ টাকা ভাড়ায় ডাফ সাহেবকে এই বাড়ি ছেড়ে দিলেন রামমোহন। কারণ স্কুল হবে। বাড়ির আসবাবপত্র, ঝোলান পাখা সব দান করলেন স্কুলকে। আত্রীয়স্বজন বন্ধুদের অনুরোধ করলেন সবাই যেন তার ছেলেদের এই স্কুলে পাঠায়। এর আগে অবশ্য রামমোহন নিজের খরচে হেদুয়ার কাছে স্কুল খুলেছিলেন। যার নাম ছিল অ্যাংলো হিন্দু স্কুল। এই ছড়ায় স্কুল খোলার ঘটনাকেও কটাক্ষ করা হয়েছে।