← বিনোদন বিভাগে ফিরে যান
প্রয়াত ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা মাইকেল গ্যাম্বন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত ব্রিটিশ-আইরিশ অভিনেতা মাইকেল গ্যাম্বন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। প্রায় পাঁচ দশকের বিস্তৃত অভিনয় জীবনে একাধিক স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন মাইকেল। তবে তাঁকে বিশ্বজনীন জনপ্রিয় এনে দিয়েছিল ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজ়ির ছবিতে ‘ডাম্বলডোর’ চরিত্রে তাঁর অভিনয়।
তাঁর পরিবারের তরফে সংবাদমাধ্যমকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, হাসপাতালে অভিনেতার স্বাভাবিক মৃত্যু হয়েছে।
১৯৬০-এর দশকে মঞ্চে কাজ করার মাধ্যমে অভিনয়জগতে প্রবেশ করেন গ্যাম্বন। পরে টেলিভিশন ও সিনেমায় কাজ শুরু করেন।