ইম্ফলে মণিপুরের মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বাড়িতে আক্রমণ জনতার? কী জানাল পুলিশ?
September 28, 2023 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার ইম্ফলের হেইনগাঙে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহেরর ব্যক্তিগত একটি খালি বাড়িতে চড়াও হয় জনতা, এমনি খবর চাউর হয় সংবাদ মাধ্যমে। ইম্ফল পূর্ব বিধানসভায় অবস্থিত এই বাড়িটি। শোনা যায় যে পুলিশ এই হামলার সামাল দেবার জন্য টিয়ার গ্যাসের সেল চার্জ করেছে। ঘটনাস্থল থেকে গুলির শব্দও শোনা গেছে বলে খবর শোনা যায়।
বলা হয় যে, মণিপুরের এন বীরেন সিংহ তাঁর বাংলোয় সুরক্ষিত আছেন।
এরপর রাত ১০.০৯ নাগাদ মণিপুর পলিশ এক্স-এ পোস্ট করে জেনে যে এরকম কোনো ঘটনা ঘটেনি।
News of CM's personal residence being mobbed is false and misleading. Adequate security is already in place. pic.twitter.com/wOLp1p3ah3