← দেশ বিভাগে ফিরে যান
প্রয়াত সবুজ বিপ্লবের কারিগর এমএস স্বামীনাথন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত হলেন ভারতের সবুজ বিপ্লবের কারিগর এমএস স্বামীনাথন। আজ, বৃহস্পতিবার সকাল ১১টা বেজে ২০ মিনিটে চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত কৃষিবিজ্ঞানী এমএস স্বামীনাথন। ১৯২৫ সালের ৭ অগাস্ট জন্ম হয়েছিল তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর।
১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তাঁর হাত ধরেই কৃষিক্ষেত্রে বিপ্লব এসেছিল, যা সবুজ বিপ্লব নামে পরিচিত। সবুজ বিপ্লবের জেরে কৃষক এবং কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মানুষের জীবনে আমূল বদল আসে।