দেশ বিভাগে ফিরে যান

INDIA-র স্বার্থে অধীরের মমতা-বিরোধ নিয়ে মুখ খুললেন শরদ পওয়ার

September 28, 2023 | < 1 min read

INDIA-র স্বার্থে অধীরের মমতা-বিরোধ নিয়ে মুখ খুললেন শরদ পওয়ার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: NCP প্রধান বর্ষীয়ান রাজনীতিবিদ শরদ পাওয়ার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটু ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকতে বলেছেন। INDIA জোটের স্বার্থে রাজ্য রাজনীতির উর্দ্ধে উঠে বাইরের বড় চিত্রটা দেখার জন্য অধীরকে আহ্বান করেছে শরদ, এরকমই মনে করছে ওয়াকিবহাল মহল।

রাজ্যে ডেঙ্গুর প্রকোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের জন্য নিন্দা করার একদিন পরে বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে আক্রমণ করেন।

শরদ পাওয়ার সংবাদ মাধ্যমকে বলেছেন বলেছেন যা তাঁরা লক্ষ্য করছেন যে অধীর রঞ্জন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সম্পর্ক তিক্ত, এবং তাকে অভিশাপ দেওয়ার খুব খারাপ অভ্যাস রয়েছে। এটি ভাল নয়, তার এটি করা উচিত নয়। তবে এটি বিরোধীদের জোটের উপর প্রভাব ফেলবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #sharad pawar, #politics, #Adhir Ranjan Chowdhury, #INDIA alliance

আরো দেখুন