রাজ্য বিভাগে ফিরে যান

বাঁকুড়ার পর এবার BJP-র গোষ্ঠী কোন্দলে তুমুল তান্ডব বারাসাতে

September 28, 2023 | < 1 min read

BJP-র গোষ্ঠী কোন্দলে তুমুল তান্ডব বারাসাতে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা ভোট যত এগিয়ে আসছে, বাংলার বিজেপির কোন্দল ততই বাড়ছে। বাঁকুড়ার পর এবার বারাসতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হল। বুধবার সন্ধ্যায় গেরুয়া শিবিরের জেলা কার্যালয়ে হরিতলায় চলল ধস্তাধস্তি, হাতাহাতি। বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। শেষে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

সদ্যই বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সভাপতি বদল হয়েছে, সভাপতির দায়িত্বে এসেছেন তরুণকান্তি ঘোষ। এতদিন ওই দায়িত্বে ছিলেন তাপস মিত্র। চলতি সপ্তাহে বিজেপির জেলা কমিটির পাশাপাশি মণ্ডল সভাপতি পদেও বদল আনা হয়েছে। দলের অন্দরের খবর মণ্ডল সভাপতিদের বদল ঘিরেই তুমুল ক্ষোভ তৈরি হয়েছে বিজেপির অন্দরে। যার জেরে বুধবার সন্ধ্যায় প্রাক্তন মণ্ডল সভাপতি-সহ কর্মীরা বিক্ষোভ দেখালেন বারাসতের জেলা কার্যালয়ে। বচসা, ধস্তাধস্তি চলে, মহিলা নেত্রীরাও মারধরে জড়িয়ে পড়লেন।

বিজেপি নেতা শ্রীকান্ত সুর রায়, কার্তিক ঘোষদের বক্তব্য, দলের নিয়ম না মেনেই সাংগঠনিক কমিটির পাশাপাশি মণ্ডল সভাপতি পদে পরিবর্তন করা হয়েছে। অভিযোগ উঠছে, প্রায় ২০টি মণ্ডলে যাঁদের সভাপতি করা হয়েছে, তাঁদের বেশিরভাগের সঙ্গে তৃণমূলের সরাসরি যোগ রয়েছে। ২০২১ বিধানসভা নির্বাচনের পরও যাঁরা লড়াই করেছেন, তাঁদেরই সরিয়ে দেওয়া হয়েছে। তাই তাঁরা জেলা সভাপতি তরুণকান্তি ঘোষের কাছে জবাব চাইতে এসেছিলেন বলেই জানাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#barasat, #bjp, #BJP West Bengal, #tussle, #West Bengal

আরো দেখুন