রাজ্য বিভাগে ফিরে যান

জোড়া নিম্নচাপের জের, সারা রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস

September 29, 2023 | < 1 min read

ছবি সৌজন্যে: abhi_photography

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকবে। সারাদিন মেঘলা আকাশ থাকবে , কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ জোড়া নিম্নচাপ রয়েছে। এই জোড়া নিম্নচাপের ফলে কলকাতা ,পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হবে। আগামী ৪৮ ঘন্টা যে যে জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে – উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। হাওড়া ও হুগলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে রবিবার থেকে আবহাওয়া বদলাবে তার আগে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি – এই ৫ জেলায় আগামী মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হবে ২-৩ দিনের জন্য।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যার ফলে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Weather updates, #Weather forecast, #Weather Update, #rainfall alert

আরো দেখুন