কলকাতা বিভাগে ফিরে যান

নতুন গাড়ি কিনলে এবার থেকে কতো বছরের রোড ট্যাক্স একসঙ্গে দিতে হবে? জেনে নিন

September 29, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যে নতুন গাড়ি কিনলে একেবারে ১৫ বছরের রোড ট্যাক্স বাধ্যতামূলক করার কথা ভাবছে রাজ্য। অর্থাৎ, ৫ বছরের কর দিলেই এখন থেকে আর নতুন গাড়ি বাড়ির গ্যারাজে পর্যন্ত আনা যাবে না। কেন এই নতুন চিন্তাভাবনা করছে রাজ্য সরকার? কারণ, ১৫ বছর আয়ুর দোরগোড়ায় আসা গাড়ির বকেয়া কর বা রোড ট্যাক্সের পরিমাণ পৌঁছেছে আড়াই হাজার কোটি টাকায়। শুধু তাই নয়, কর না মেটানোর জন্য অনাদায়ী জরিমানার পরিমাণও দাঁড়িয়েছে আড়াই হাজার কোটি টাকায়। রিপোর্ট বলছে, গাড়ির রোড ট্যাক্স বকেয়া থাকার জন্য প্রতি বছর বাংলার ক্ষতি হয় প্রায় ৫০০ কোটি টাকা।

ফলে এই বিপুল বকেয়া কর রাজ্যের রাজকোষের উপর প্রভাব ফেলছে। তাই রাজ্যসরকার এবার ১৫ বছরের রোড ট্যাক্স একসঙ্গে নেওয়ার কথা ভাবছে।

মোটর ভেহিকলস সূত্রে খবর, কেনার সময় প্রথম তিন মাসের রোড ট্যাক্স। তারপর সরকারের ভাঁড়ারে আর কিছু আসে না বললেই চলে। অন্তত ৪০ শতাংশ ক্ষেত্রে এই ফাঁকি ধরা পড়েছে। এতে যেমন রাজ্যের রাজস্ব ক্ষতি হয় ঠিক তেমই বাড়ে দুর্ঘটনার সম্ভাবনাও। কর না দিয়ে, গ্রামেগঞ্জে ফিটনেস সার্টিফিকেট ছাড়াই বহাল তবিয়েতে চলে হাজার হাজার গাড়ি। বেশ কয়েক বছরের কর প্রথম দফাতেই জমা নিলে এমন ঝুঁকি থাকবে না। এই পদক্ষেপে নতুন গাড়ির দাম যে অনেকটাই বাড়বে, সে ব্যাপারে সন্দেহ নেই। তবে নতুন করকাঠামোয় রাজ্য সরকার ছাড়ও অনেকটাই দেবে বলে যানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#New Car, #West Bengal, #road tax

আরো দেখুন