প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা BJP সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা ISKCON-এর?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইসকন প্রতারক, গোশালার গরুদের কসাইখানায় বিক্রি করে তারা; ইসকেনর বিরুদ্ধে এহেন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা গেরুয়া সাংসদ মানেকা গান্ধী। এবার ইসকন, তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করল।
বুধবার, মানেকা গান্ধীর বিতর্তিক মন্তব্য সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তা প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড় পড়ে গিয়েছিল। শুক্রবার ইসকনের পক্ষ থেকে মানহানির মামলার নোটিশ পাঠানো হয়েছে বিজেপি সাংসদকে।ইসকনের দাবি, মানেকা গান্ধীর মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন।
ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাস জানান, তাঁরা শ্রীমতী মানেকা গান্ধীকে ১০০ কোটি টাকার মানহানির মামলার নোটিশ পাঠিয়েছেন। তাঁদের দাবি, ইসকনের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন মন্তব্য করেছেন মানেকা। বিশ্বব্যাপী ইসকনের ভক্ত, সমর্থক এবং শুভানুধ্যায়ীরা ছড়িয়ে রয়েছেন। এতে সকলেই ব্যথিত। এহন মানহানিকর অপবাদ কাম্য নয়। ইসকনের বিরুদ্ধে যে ভুয়ো প্রচার করা হচ্ছে, তার বিরুদ্ধে ন্যায় পেতে তাঁরা শেষ বিন্দু পর্যন্ত লড়বেন বলেই জানিয়েছেন।