বাগানকে জোড়া গোলে হারিয়ে কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক মহামেডানের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৮৭ বছর পর ফের কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করল মহামেডান। ফার্দিন, সুহেলরা এদিন কিশোর ভারতী স্টেডিয়ামে মোহনবাগানকে ২-০ হারিয়ে দেয়। শুক্রবার সুপার সিক্সের ম্যাচে মোহনবাগানকে হারিয়ে টানা তৃতীয় বার লিগ জয়ের নজির গড়ল সাদা-কালো ব্রিগেড। এনিয়ে ১৪ বার লিগ খেতাব জিতল তারা। প্রসঙ্গত, ১৯৩৬ সালে প্রথম লিগ জয়ের হ্যাটট্রিক করেছিল মহামেডান স্পোটিং। ১৯৩৪ থেকে ১৯৩৮ পর্যন্ত টানা কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিস মহামেডান স্পোর্টিং।
শুক্রবার ১২ মিনিটের মাথায় মহামেডানকে এগিয়ে দেন রেমসাঙ্গা। তাঁর হেড মোহনবাগানের জালে জড়িয়ে যায়। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান ডেভিড। এবারের লিগে ডেভিডের গোলসংখ্যা হল ২১। ২-০ ফলাফলে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের তরুণ ফুটবলাররা গোল শোধের চেষ্টা করলেও মাঝমাঠের খেলা নিজেদের দখলে রাখে মহামেডান। দ্বিতীয়ার্ধে কোনও গোল হয়নি। মহামেডান এদিন জিতে যাওয়ায় লাল-হলুদের বাকি তিনটি ম্যাচ নিয়মরক্ষার হয়ে গেল।