BJP সাংসদ বিধুরির বিরুদ্ধে ‘অশালীন’ মন্তব্যের অভিযোগ খতিয়ে দেখবে প্রিভিলেজ কমিটি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভায় বহুজন সমাজ পার্টির (বিএসপি) সাংসদ কুনওয়ার দানিশ আলি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে বিজেপি সাংসদ বিধুরির বিরুদ্ধে। চন্দ্রযান-৩ নিয়ে লোকসভায় আলোচনার সময় বিএসপি সাংসদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন বিধুরি। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থার নেওয়ার দাবি জানিয়েছিলেন বিরোধী সাংসদরা।
বিদ্বেষমূলক মন্তব্যে শাস্তির বদলে সাংসদ রমেশ বিধুরিকে বড় দায়িত্ব দিয়েছে বিজেপি। ভোটমুখী রাজস্থানে টঙ্ক বিধানসভায় দলের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে নিযুক্ত করেছে গেরুয়া শিবির। পদ্মপার্টির তরফে এই ‘পুরস্কারে’র ২৪ ঘণ্টার মধ্যেই বিধুরির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রিভিলেজ কমিটিতে পাঠালেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
এদিকে পদ্ম শিবির বিধুরিকে নয়া দায়িত্ব দেওয়ায় কড়া সমালোচনা করেছে বিরোধীরা। তাঁদের মতে, তিরস্কার বা শাস্তি পাওয়া উচিত ছিল বিধুরির। কিন্তু তাঁকে নতুন দায়িত্ব দিয়ে আসলে ঘৃণাকেই পুরস্কৃত করল নরেন্দ্র মোদি-অমিত শাহের দল। তাদের নয়া পদক্ষেপের পরে ক্ষোভে ফুঁসছেন দানিশ। বলেন, ‘বিজেপি ঘৃণাকেই পুরস্কৃত করল। এই ঘটনা তাদের প্রকৃত চরিত্র সকলের সামনে এনে দিয়েছে।’ রাজনৈতিক মহলের মতে, কংগ্রেস নেতা শচীন পাইলটের গড়ে গুর্জর ভোট টানতেই বিধুরিকে নতুন দায়িত্বে আনা হয়েছে।